জামায়াত-পুলিশ সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৩

জামায়াত-পুলিশ সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৩

জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি। এ ঘটনায় জামায়াত-শিবিরের ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীতে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডবলমুরিং থানার সহকারী কমিশনার (এসি) মুকুর চাকমা ও দুই কনস্টেবল। স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের পর জামায়াত-শিবিরের একদল নেতাকর্মী আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষে ধাওয়া-পালটা ধাওয়া হয়।

একপর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগ্রাবাদ এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করেছিল। সেই মিছিল থেকে এসি মুকুর চাকমার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। তারা স্যারের গাড়ি ভাঙচুর করেছে। মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে এসি স্যার আহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আরও দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ চট্টগ্রাম মেট্রোপলিটন থানার (সিএমপি) পশ্চিম জোনের ডিসি জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল থেকে রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়।

এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। মিছিলকারীরা এসি মুকুর চাকমার গাড়িতে হামলা করে। তাদের ছোড়া ইটপাটকেলে এসি মাথায় আঘাত পেয়েছেন। রক্তক্ষরণ হয়েছে। তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। এছাড়া এসি মুকুরের গাড়িতে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে শুক্রবার বিকালে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার প্যাডে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমির শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী এবং আলেম-ওলামাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর আগ্রাবাদের বাদামতল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password