‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১৮ ডিসেম্বর, ২০২২) কুমিল্লায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ পালিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসন এবং জেলা পর্যায়ের কর্মকর্তা, অভিবাসন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিদেশগামী কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার অংশীজন অংশগ্রহণ করেন।