নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে সায়মা শাহজাহান একাডেমীর নব নির্মিত চারতলা ভবন শুভ উদ্বোধন করেন নেত্রকোনা ৩( কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে প্রতিষ্ঠানটির সভাপতি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞার সভাপতিত্বে ও শিক্ষক শাহাবুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন পিপিএম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত কর্নেল শাহজাহান উদ্দিন ভূঞার বোন আয়শা আক্তার প্রমূখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এদিকে উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৮ ফেব্রুয়ারী শনিবার কেন্দুয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন,অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন