মান্দায় তালপাতিলা গ্রামে আল-মারজান ইসলামী পাঠাগার উদ্বোধন 

মান্দায় তালপাতিলা গ্রামে আল-মারজান ইসলামী পাঠাগার উদ্বোধন 

নওগাঁর জেলা সদর থেকে ৪০ কি:মি দূরে সরু পথ হয়ে আত্রাই নদীর পাড় ধরে রাস্তাটা চলে যায় তালপাতিলা গ্রামে। দেশের অন্য জনপদের চেয়ে তুলনামূলক এ জেলা সবকিছু থেকে রয়েছে পিছিয়ে। অবসর সময়ে বসে বই পড়ার কোনো ভালো মানের নেই পাঠাগার।

এ কারনেই বইয়ের স্থান দখল করেছে তথ্য-প্রযুক্তি। আর তাই বর্তমানে শিক্ষার্থীদের হাতে বেশি থাকছে স্মার্টফোন। এমন কঠিন সময়ে প্রত্যন্ত অঞ্চলে মান্দা উপজেলার পিছিয়ে পড়া তালপাতিলা গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে আল-মারজান ফাউন্ডেশনের উদ্যোগে আল-মারজান ইসলামী পাঠাগার শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তালপাতিলা বাজারে পাঠাগারের উদ্বোধন করেন আল-মারজান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনের সময় পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে ইসলামী জ্ঞান আহরণের মাধ্যমে মানুষদের নৈতিক মূল্যবোধ উজ্জীবিত করার লক্ষ্য এই ইসলামি পাঠাগার প্রতিষ্ঠিত করা। এটি একটি মুক্ত পাঠাগার এবং এখানে এসে যে যার মত জ্ঞান আহরণরের জন্য পড়াশোনা করতে পারবে। ইয়াং জেনারেশন যেখানে মাদকাসক্তসহ মোবাইল আসক্ত সেখান থেকে তাদেরকে বিরত রেখে ইসলামী শিক্ষা ও জ্ঞানের আলো পৌঁছে দিতে এ পাঠাগারের উদ্দেশ্য। তাছাড়া নতুন প্রজন্মকে  ইসলামিক বই পড়ায় আগ্রহী করে তুলতে এ পাঠাগার ভূমিকা রাখবে।

এ সসময় অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রভাষক মাওলানা আব্দুস সালাম মোল্লা, প্রভাষক মোঃ আমজাদ হোসেন মন্ডল, আসাদুল্লাহ আল গালিব, মোঃ আকবর হোসেন মোল্লা, মাওলানা জিল্লুর রহমানসহ প্রমুখ। পরে দোয়া ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করে সমাপ্ত করা হয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password