ঝিকরগাছায় ১১ইউপিতে চেয়ারম্যান পদে মনোয়ন জমা দিলেন ৬০ জন

ঝিকরগাছায় ১১ইউপিতে চেয়ারম্যান পদে মনোয়ন জমা দিলেন ৬০ জন
MostPlay

দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের ঝিকরগাছায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ঝিকরগাছায় মোট তিনটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহন করছে। আওয়ামী লীগ ১১টি ইউপিতেই আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা ৭টি ইউনিয়নে এবং জাতীয় পার্টি একটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৪৬১ জন এবং সংরক্ষিত আসনে (মহিলা মেম্বর) জমা দিয়েছেন ১১৮ জন।


উপজেলা নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। ১১টি ইউনিয়নের মধ্যে ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭জন। তারা হলেন আওয়ামী লীগের আমিনুর রহমান, অন্যরা হলেন মইয উদ্দীন, বদর উদ্দীন, শহিদুল ইসলাম, আতাউর রহমান ঝন্টু, শাহেদুর রহমান, সানোয়ার রহমান। এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৯জন, সংরক্ষিত আসনে ৯ জন। ২ নং মাগুরা ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন।

তারা হলেন আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, অন্যরা হলেন, ওবায়দুর রহমান, রেফেজ উদ্দীন, আজিজুর রহমান, এ.কে.এম গিয়াস উদ্দীন। এই ইউনিয়নে মেম্বর পদে ৪৮ জন এবং সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন। ৩নং শিমুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন আওয়ামী লীগের মতিয়ার রহমান সরদার, অন্যরা হলেন তরিকুল ইসলাম, জহুরুল হক, আশরাফুজ্জামান আশা, আশরাফুল আলম ও আলমগীর হোসেন৷ এই ইউনিয়নে মেম্বর পদে ৩৮ জন এবং সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন। ৪ নং গদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬জন৷ তারা হলেন আওয়ামী লীগের আশরাফ উদ্দীন, শফিউল্লাহ খান, প্রিন্স আহম্মেদ, শাহাজান আলী, সহিদুল ইসলাম, আঃ আজিজ। এই ইউনিয়নে মেম্বর পদে ৩২ জন এবং সংরক্ষিত আসনে ১৪ জন নারী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ৫ নং পানিসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন আওয়ামী লীগের নওশের আলী, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক রাজু, মনিরুল ইসলাম, মীর বাবর জান, আমিনুর রহমান। এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪০ জন, সংরক্ষিত আসনে জমা দিয়েছেন ৮ জন।

৬ নং ঝিকরগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন আওয়ামী লীগের আমির হোসেন, শহিদুল ইসলাম, মোঃ বারিক, কামাল হোসেন, লেয়াকত হোসেন, আলাল উদ্দিন। এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৬ জন, সংরক্ষিত আসনে ১১ জন। ৭ নং নাভারণ ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন আওয়ামী লীগের শাহাজাহান আলী, আওরঙ্গজেব, জিয়াউল হক, সহিদুল ইসলাম। এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৯ জন, সংরক্ষিত আসনে ১৩ জন। ৮ নং নির্বাসখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের খায়রুজ্জামান, লিয়াকত আলী, নজরুল ইসলাম, মিলন হোসেন, মাহবুবুল আলম।

এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৭ জন, সংরক্ষিত আসনে ৮ জন। ৯নং হাজিরবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের আতাউর রহমান মিন্টু, নুরুল আমীন মধু, মিজানুর রহমান, সোহরাব হোসেন, ও আবু রায়হান। এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪১ জন, সংরক্ষিত আসনে ১২ জন জমা দিয়েছেন। ১০ নং শংকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী, নিছার উদ্দীন, জামাল উদ্দীন, শরিফুল ইসলাম, ফয়জুর রহমান। এই ইউনিয়নে মেম্বর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৫ জন, সংরক্ষিত আসনে ১১ জন। ১১ নং বাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের মোঃ নিছার, জমির হোসেন, আনিস উর রহমান, মতিউর রহমান, নাজমুল কবীর। এই ইউনিয়নে মেম্বর পদে ৪৬ জন এবং সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password