এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না

এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না
MostPlay

দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন শুরু হয়ে গেছে লক্ষ্য আদায় না করে ঘরে ফিরে যাব না। এখন এক দফা, এক দাবি, এই সরকারের পদত্যাগ। এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আজ সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভূতপূর্ব সমন্বয়ে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছিল। নতুন করে গত ১৫ বছর ধরে গণতন্ত্র হরণ করে আবার স্বাধীনতা হরণ করা হয়েছে। তবে স্বাধীনতা রক্ষার সংগ্রাম চলছে। এখন একটাই দাবি সরকারের পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন, সংসদ বিলুপ্ত করুন।

মির্জা ফখরুল আরো বলেন, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, জেলে যাচ্ছেন, নিহত হচ্ছেন। আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৭ নভেম্বরের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন। দেশকে আন্তর্জাতিকভাবে সম্মানের স্থানে নিয়েছিলেন।

কিন্তু আজকে যারা অলিখিত বাকশাল চালাচ্ছে, বাংলাদেশে ঠিক একই অবস্থার সৃষ্টি করেছে। তাই জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ৭ নভেম্বরের চেতনায় উদ্ধুব্ধ হয়েছে অলিখিত বাকশাল প্রতিষ্ঠাকারীদের হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password