আমাকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না: ফখরুল

আমাকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না: ফখরুল
MostPlay

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধাদানের পর কার্যালয়ের মূল ফটকের সামনের ফুটপাতেই অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমি বিশ্বাস করি খুব দ্রুতই বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হবে। একই সঙ্গে ১০ তারিখের সমাবেশ হবে শান্তিপূর্ণ।

আজ বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, তাকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বল প্রয়োগ করে তাকে কার্যালয়ের সামনে বসিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, আমি কী করব? আমার কার্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা।

অপরদিকে সকালে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এরপর সড়ক থেকে উঠে যেতে বললে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password