যেভাবে ঘরোয়া উপায়ে শীতকালে রুক্ষ, শুষ্ক চুলের যত্ন নিবেন

যেভাবে ঘরোয়া উপায়ে শীতকালে রুক্ষ, শুষ্ক চুলের যত্ন নিবেন
MostPlay

শীতকাল এলেই চুলের নানান সমস্যা দেখা দেয়। চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি, চুল পড়ার মতো হাজার সমস্যা। বাইরে থেকে তো চুলের যত্ন নিচ্ছেনই, কিন্তু চুলকে ন্যাচারালি জেল্লাদার করে তুলতে আপনাকে কয়েকটি টিপস মেনে চলতে হবে। তাহলে চলুন জেনে নিই সেগুলি কি কি –

১. শীতকালে প্রচুর পরিমানে জল পান করতে হবে। তা নাহলে চুল শুষ্ক ও মাথার ত্বক রুক্ষ হয়ে খুশকির সমস্যা দেখা দেবে।

২. শীতে চুলের যত্ন নিতে জল বেশি থাকে সেই জাতীয় ফল ও সবজি আপনার নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। ফলের মধ্যে শসা, পেঁপে জাতীয় ফল, মরশুমি সবজি লাউ এসব খান।

৩. নারকেল তেল বা অলিভ ওয়েল ব্যাবহার করুন। শীতের সময় তেল হালকা গরম করে নিয়ে ব্যাবহার করলে খুব ভালো হয়।

৪. শীতকালে একটা সাধারন সমস্যা হল খুসকির সমস্যা। এর থেকে মুক্তি পেতে স্নানের আগে মাথায় লেবু ঘষে লাগিয়ে নিন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

৫. শরীরের পক্ষে অলিভয়েলের জুরি মেলা ভার। শীতকালে আপনিও আপনার চুলে অলিভওয়েল ব্যাবহার করতে পারেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password