শরীয়তপুরে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে হক ফাউন্ডেশন

শরীয়তপুরে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে হক ফাউন্ডেশন
MostPlay

করোনা মহামারীর অনুকূল পরিস্হিতিতে শরীয়তপুরের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে এগিয়ে এলো ‘এ এফ এম আব্দুল হক ফাউন্ডেশন’। অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য একটি তহবিল গঠন করেছে ফাউন্ডেশনটি। এই তহবিল থেকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলাধীন আলহাজ্ব আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়সহ গোসাইরহাট উপজেলার শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে।

নিদিষ্ট ফর্মের মাধ্যমে অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদেরকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবে। অনুদানের প্রাপ্ত টাকা দিয়ে স্কুলের ভর্তি ও মাসিক বেতন প্রদান করতে পারবে। স্কুল কার্যক্রম শুরুর পর থেকেই প্রধান শিক্ষকের রুম থেকে এই আবেদন ফর্ম সংগ্রহ করতে পারছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফাউন্ডেশন কর্তৃপক্ষ আবেদন পত্র যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবে। 

এলাকার বেকার যুব সমাজকে উপযুক্ত কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করে যুব সম্পদে পরিণত করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

আব্দুল হক ফাউন্ডেশন সাধারন সম্পাদক রোটারিয়ান মোঃ মেহেদী হাসান (শিশির) ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বলেন, এ এফ এম আব্দুল হক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা ও শরীয়তপুরের চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের শিক্ষা, স্বাস্হ্য, কর্মমুখি শিক্ষা, কর্মসংস্হান ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখা। যুব সমাজই দেশের চালিকা শক্তি তাই তাদের কর্মমুখি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা  সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

করোনা মহামারীতে ঢাকার বাসাবোতে ও শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে সাহায্য করে হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি নিউইয়ক প্রবাসী আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ রাশেদুল হাসানের উদ্যোগে হতদরিদ্র মানুষের দুঃখ লাঘবের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

এছাড়াও প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুরের বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোতে ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করে।

প্রসঙ্গত, এ এফ এম আব্দুল হক ফাউন্ডেশন শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চলের দরিদ্র মানুষের শিক্ষা, স্বাস্হ্য , কর্মসংস্হান ও সমাজ উন্নয়ন নিয়ে ২০১৯ সাল থেকে কাজ কর যাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password