গ্রামের বাড়িতে হাদিসুরের মরদেহ পৌঁছেছে

গ্রামের বাড়িতে হাদিসুরের মরদেহ পৌঁছেছে
MostPlay

ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ বড়গুনায় তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। আজ রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায়। এর আগে দুপুর ১২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছে।

তখন বিমানবন্দরে তার স্বজনরা উপস্থিত ছিলেন। গতকাল রবিবার হাদিসুর রহমানের মরদেহ দেশে পৌঁছানোর কথা ছিল। তবে রোমানিয়া থেকে মরদেহ তুরস্কে আসার পর সেখানে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয়। উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।

পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা, পরে রোমানিয়ায় নেওয়া হয়। গত ৯ মার্চ ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়। ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মরদেহ তখন আনা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password