নওগাঁর সাপাহারে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
শনিবার বিকেল ৪:০০ টায় জেলা পরিষদ ডাকবাংলা সভাকক্ষে অনুষ্ঠিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খাদ্যমন্ত্রী, এ সময় তিনি উপজেলা সকল স্তরের মানুষের খোঁজখবর নেন এবং নেতাকর্মীদের মাধ্যমে সকল স্তরের মানুষের মাঝে তার ঈদের শুভেচ্ছা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণ সোনার বাংলা গড়তে ও আওয়ামীলীগকে আরো সুসংঘটিত করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল যুগ্ন সাধারন সম্পাদক ফজলে রাব্বি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ এ সময় আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন