ফুলে ফুলে ঢেকে গেল তার শবদেহ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সেই পর্বে ঝরেছে অনেকের চোখের জল। পরিবার পরিজন স্বজনদের মাঝে নেমে আসে ক্রন্দনের রোল, এলাকা জুড়েই চলছে শোকের মাতাম।
প্রিয় মানুষের প্রতি নিবেদিত হয়েছে বিন্ম্র শ্রদ্ধা, ভালবাসা। বারবার উচ্চারিত হয়েছে তার দীর্ঘ জীবনের স্মৃতিচারণ । এভাবেই শ্রদ্ধা-ভালবাসায় চিরবিদায় জানানো হলো পত্নীতলা উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা শাখার সভাপতি, নজিপুর পুরাতন বাজার এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী বাবু শিবনাথ চৌধুরী কে। শ্রদ্ধা জানানোর পর বিকেলে নজিপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস ও হৃদ রোগ এবং ফুসফুস সহ শারিরীক নানা জটিলতায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার মৃত্যুতে ৪৭- নওগাঁ -২এর সাংসদ শহীদুজ্জামান সরকার এমপি ও পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শেষ শ্রদ্ধা ও এক নজর দেখতে উপজেল আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীসহ শত শত মানুষের ঢল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী বলেন শিবনাথ একজন ভাল মানুষ ছিল তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন