নওগাঁর মান্দায় শিলাবৃষ্টির কারণে সরিষাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

নওগাঁর মান্দায় শিলাবৃষ্টির কারণে সরিষাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

নওগাঁ জেলার মান্দা উপজেলায় শিলাবৃষ্টির কারণে সরিষা,পান এবং বিভিন্ন ধরণের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে । বুধবার (১২ জানুয়ারি ) রাত ১০ টার দিকে উপজেলার ভারশোঁ, কুসুম্বা এবং নুরুল্যাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, শীতকালে এবারেই প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে পাথর পড়ে বসতঘর, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মান্দা উপজেলার ভারশোঁ, মহানগর, বাকাপুর, নাড়াডাঙ্গী, ব্যারিল্যা-বটতলী,শামুকখৈল গ্রামে শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।

এছাড়াও পাকা সরিষা ক্ষেতের সরিষা ঝরে গেছে এবং গাছগুলো মাটিতে মিশে গেছে। ক্ষতি হয়েছে পানের বরজেরও। সন্ধ্যার সময় বৃষ্টি পড়তে থাকলেও বৃষ্টির সাথে কোন পাথর ছিলো না। কিন্তু রাত ১০ টার দিকে ৫/৭ মিনিটের মধ্যে পাথর পড়ে সাধারণ মানুষের টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসি।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়েলা শারমিন বলেন, শিলাবৃষ্টিতে সরিষা ক্ষেত এবং ঘড়বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতির খবর আমরা পাইনি। তবে প্রতিটি ইউনিয়নে খোঁজ খবর নেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password