টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা

টিকা নিতে এসে উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থীরা
MostPlay

দেশে প্রথমবারের মতো ৫-১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিতে আসা শিশুদের ভয়হীন এবং খুবই উচ্ছ্বসিত দেখা গেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমে টিকা নেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থী।

পরীক্ষামূলকভাবে টিকা পাওয়া এসব শিশুকে আগামী দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় শিশুদের শারীরিক অবস্থা কেমন হয় ও কোনো ধরনের পার্শপ্রতিক্রিয়া হয় কি না, তা দেখা হবে। পরে সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।

অনুভূতি জানতে চাইলে বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার গণমাধ্যমকে বলেন, বান্ধবীদের সঙ্গে টিকা নিতে এসেছি। খুবই ভালো লাগছে। আরেক শিক্ষার্থী শামীমা সিদ্দিকা তাসিন বলে, টিকা নিতে কোনো ভয় লাগছে না। আম্মু আমার সঙ্গে এসেছে। বলেছে টিকা নিলে কোনো ভয় নেই। মাইমুন সিদ্দিক নামের আরেক শিক্ষার্থীর জানায়, বন্ধুদের সঙ্গে টিকা নিতে এসে তার খুব ভালো লাগছে। ভয় লাগছে কি না জানতে চাইলে মাথা নাড়িয়ে বলে, একটুও ভয় লাগছে না।

উল্লেখ, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শুরুর প্রায় ১ বছর পর ২০২১ সালের ২৭ জানুয়ারি পরীক্ষামূলকভাবে ও পরে ৭ আগস্ট সারাদেশে করোনার টিকার গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচি শুরুর দেড় বছরে গত ৯ আগস্ট পর্যন্ত মোট জনসংখ্যার ৭১ শতাংশকে দুই ডোজ বা সম্পূর্ণ টিকা দিতে পেরেছে সরকার। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ৭৬ শতাংশ এবং তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ৩৩ দশমিক ৬৯ শতাংশ মানুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password