নওগাঁর মান্দায় ঈদ পুনর্মিলনী ও প্রয়াত সাংবাদিক পরিবারকে সহায়তা প্রদান

নওগাঁর মান্দায় ঈদ পুনর্মিলনী ও প্রয়াত সাংবাদিক পরিবারকে সহায়তা প্রদান

নওগাঁর মান্দায় প্রয়াত ৩ (তিন) সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ড।

আজ বেলা ২টার সময় বিজয় টিভি প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মান্দা উপজেলা মডারেটর আব্দুল মজিদ সম্রাটের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সরদার মেহেদী হাসান, চেয়ারম্যান,নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদেকুল ইসলাম, সদস্য সচিব, নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ড।

এছাড়াও নওগাঁর বিভিন্ন উপজেলার প্রিন্ট,অলাইন ও টেলিভিশন সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আব্দুস ছাত্তার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজ ও আগামীকাল মান্দা উপজেলা প্রতিনিধি। হোসেন আলী দৈনিক আমাদের রাজশাহী, মান্দা উপজেলা প্রতিনিধি। আক্তার হোসেন। ভোরের ডাক এর মান্দা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত প্রয়াত ৩ (তিন) সাংবাদিক পরিবারকে ৫০০০/ টাকা করে অর্থ প্রদান করেন। এছাড়াও নওগাঁ জেলার ১১টি উপজেলায় পর্যাক্রমে ৪৪ জন সাংবাদিকদের সমপরিমান সহয়তা প্রদান করার কথা জানান ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, সরদার মেহেদী হাসান।

সাংবাদিক আব্দুস সাত্তারের স্ত্রী রাজিয়া বেগম, আক্তার হোসেনের বাবা সামেদ আলী উপস্হিত থেকে সহায়তা অর্থ গ্রহন করেন এবং সাংবাদিক হোসেনের পরিবারকে পরবর্তী তে আহবায়ক, অনুষ্ঠান পরিচালনা পরিষদের মাধ্যমে প্রদান করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password