নওগাঁয় শতাধিক অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় শতাধিক অসহায়-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
MostPlay

বিশ্ব মানবাঅধিকার দিবস উপলক্ষে, নওগাঁয় আইন ও মানবাঅধিকার সংরক্ষণ কমিটির শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আইন ও মানবাঅধিকার সংরক্ষণ কমিটির নওগাঁ জেলা শাখার সভাপতি নাহিদুজ্জামান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আইন ও মানবাঅধিকার সংরক্ষণ কমিটির জেলা শাখার সাধারন সম্পাদক নূর মোহাম্মদ লাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষ ও সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।

সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

মন্তব্যসমূহ (০)


Lost Password