নওগাঁর পত্নীতলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ, অসহায় দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল , থানার ওসি পলাশ চন্দ্র দেব,ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান বলেন মানবিক সহায়তা হিসাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ, অসহায়, দরিদ্র ৮০ পরিবারের মাঝে প্রত্যেককে দুই ব্যান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান এবং সড়ক দুর্ঘটনায় নিহত ৫ টি পরিবারের মাঝে প্রত্যেককে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন