নওগাঁর পত্নীতলায় ক্যান্সার কিডনী লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার। থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সমাজসেবা অফিসার শহীদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন রোগে আক্রান্ত ২৪ জন অসহায় রোগির মাঝে ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন