নওগাঁর সাপাহারে বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ

নওগাঁর সাপাহারে বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ
MostPlay

নওগাঁর সাপাহারে বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার করমুডাঙ্গা দুটি বন্যা কবলিত এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ত্রানের চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। উল্লেখ্য বন্যা গতকাল বুধবার হতে ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট ও জাল সুখার নিকটবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। সঙ্গে সঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করে পানি যাতে না বাড়ে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্টদের সেই দিক নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে বন্যাই প্লাবিত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে প্রত্যেকের মাঝে আজ সন্ধ্যায় ১০ কেজি করে ত্রাণের চাউল দেয়া হয়েছে।

এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশেরা উপস্থিত থেকে ত্রান বিতরণে সহায়তা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password