পত্নীতলায় ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে ছাগল ও অর্থ বিতরণ

পত্নীতলায় ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে ছাগল ও অর্থ বিতরণ

নওগাঁর পত্নীতলায় ভিক্ষুক পূর্ণবাসনের নিমিত্তে ভিক্ষুকদের মাঝে ছাগল, ঔষধ, খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার( ৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে ‌প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার,ডাঃ মুনিরুজ্জামান কৃষি অফিসার শহিদুল ইসলাম।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। উ

পজেলা সমাজসেবা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী দিলিপ চৌহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি,মোঃ বদিউজ্জামান বিলাস, শোয়েব হোসেন তুষার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, উপকার ভোগী সদস্যগণ সাংবাদিক ও সুধিজন প্রমূখ।

এ সময় ১১ ইউনিয়নের ১১ জন ভিক্ষুকের মাঝে প্রত্যককে দুটি করে ছাগল ও ৩ হাজার টাকা নগদ এবং খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password