নওগাঁর মান্দায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩ নং কসব ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।
এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ১ হাজার ৫৫ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে । ৩৪০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল দেওয়া হয়। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি'র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
১৩ নং কসব ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন