ঢাকার দোহারের সুন্দরীপাড়া রুপালি যুবসংঘের উদ্যোগে, নুরুল্লাপুর মেলার মাঠে গরু দৌড় ও দড়ি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, বিকেলে এ খেলা বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ভাষায় এটাকে 'গরু দাবড়ানি' বলা হয়। এলাকাবাসী জানায়, প্রতি বছরের ন্যায় মাঘ মাসের মাঝামাঝি নুরুল্লাপুর মেলার মাঠে স্থানীয় ক্লাব গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে এ গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
এ মাঠে দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে আসা অনেক গরু অংশ নেয়। আজকের এ অনুষ্ঠানে প্রতিযোগীদের জন্য ৫টি টিভি ও ২০টি মোবাইল থাকছে পুরস্কারের আকর্ষণ হিসেবে। এলাকার লোকজন এই দিনে ষাঁড় গরুকে সাজিয়ে দুই পাশে রশি ধরে নিয়ে আসে দৌড়াতে। প্রতিটি গরুর সাথে প্রায় শতাধিক লোক থাকে। দৌড় শেষে একটি গাছে বেঁধে রশি ছিড়ে এটার সমাপ্ত হয়।
এটাকে মানুষ উৎসব হিসেবে মনে করে। এদিকে গরু দৌড়কে ঘিরে মাঠের আশপাশে বসেছে মেলা। নানাবিধ খাবারের দোকান। এলাকার নারী পুরুষ ও সকল বয়সী মানুষের ভীড় জমেছে এ গরু দৌড় প্রতিযোগতার মাঠের চারপাশে। আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সুন্দরীপাড়া রুপালী যুবসংঘের সভাপতি মো. হুমায়ন কবির মোল্লা প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন