সাপাহারে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাপাহারে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নওগাঁর সাপাহারে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৫ জানুয়ারি বুধবার বিকাল ৪ টার দিকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ( আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।অন্যান্য মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ক্রীড়া সংস্থা নেতৃবিন্দু সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা।

শেষে অনুষ্ঠিত দৌড়, হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন,শটপুট, ডিসকাস থ্রো ও ৪* ১০০মি: রিলে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদসহ পুরস্কার প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password