কলেজছাত্রের হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ

কলেজছাত্রের হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ
MostPlay

নাটোরের সিংড়ায় খাসজমি দখল নিয়ে ইমন সরদার (১৮) নামে এক কলেজছাত্রের হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার সকালে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আহত ইমন সরদার বামিহাল গ্রামের মো. আমিনুল ইসলাম ওরফে নান্নুর ছেলে।

সম্প্রতি বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আব্দুর রউফ (৪৮) ও আব্দুর রাজ্জাক (৪৫) নামে অপর দুজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বামিহাল বাজারের একটি খাস জায়গা মাটি দিয়ে ভরাট করেন আমিনুল ইসলাম ওরফে নান্নু। মঙ্গলবার সকালে সেখানে ঘর নির্মাণের প্রস্তুতির সময় প্রতিপক্ষ ফিরোজ সরদার ও তার লোকজন বাধা দেন। এতে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এ সময় ধারাল অস্ত্র দিয়ে ইমন সরদারের ডান হাতের রগ কেটে তাকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষরা।

এ সময় আহত হন আরো দুজন। এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিগত কয়েক বছর ওই এলাকায় আধিপত্য বিস্তার ও খাস জায়গা দখল নিয়ে দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ ১০-১২ জন পঙ্গুত্ববরণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password