রকেট ছুঁড়ে কৃত্রিম বৃষ্টি নামিয়ে ফেললো চীন

রকেট ছুঁড়ে কৃত্রিম বৃষ্টি নামিয়ে ফেললো চীন
MostPlay

খরা এবং তাপদাহ মোকাবেলায় এবার কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে চীনে। তীব্র দাবদাহে ড্রোনের সাহায্যে কৃত্রিম বৃষ্টি নামালো চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই বৃষ্টি নামানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দর থেকে কৃত্রিম বৃষ্টি শুরু করা হয়।

চার ঘণ্টা ধরে খরায় আক্রান্ত ওই অঞ্চলে কৃত্রিম বৃষ্টি চলে। তবে চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া এবারই প্রথম নয়। গত বছর জেংঝৌ প্রদেশে কৃত্রিম বৃষ্টি নামায় দেশটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password