নেত্রকোনায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নেত্রকোনায় যথাযথ মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মপরিচয় অর্জনের দিন । একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়েছিল।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও বর্ণানাতীত ত্যাগ-তিতিক্ষা এবং লাখো শহিদের তাজা প্রাণের বিনিময়ে বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতার রক্তিম সূর্য। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের কালেক্টরেট ভবন ও সাতপাই মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্র‌কোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর সকাল ৮টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা , শিশুকিশোর বিভিন্নসহ রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ

মন্তব্যসমূহ (০)


Lost Password