নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালন

নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালন

"সংগ্রাম -স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা " এই স্লোগান নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গর্ভধারিনী , বাঙালির স্বাধীনতার লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা ও শোলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল প্রমূখ। এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password