করোনায় বার্সেলোনার ক্ষতি প্রায় ৫ হাজার কোটি টাকা

করোনায় বার্সেলোনার ক্ষতি প্রায় ৫ হাজার কোটি টাকা
MostPlay

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। এই মহামারিতে ক্ষতি হয়েছে গোটা বিশ্বের। গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনের ক্ষতির পরিমানটাও বেহাত কম নয়। করোনার কারণে প্রায় এক বছর তো থেমে ছিলো ছিল বিশ্বের ক্রীড়াঙ্গন। যে কারণে ইউরোপের প্রায় প্রত্যেকটি ক্লাব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ক্লাবটির নাম বার্সেলোনা। বার্সেলোনা বোর্ড অব ডিরেক্টর্সের এক সভায় আজ ক্লাবটির গত মৌসুমে ৪৮১ মিলিয়ন ইউরো (প্রায় ৪ হাজার ৮২১ কোটি টাকা) ক্ষতি দেখানো হয়েছে। যা বোর্ড অব ডিরেক্টর্স আবার অনুমোদনও দিয়েছে।

মুলত আর্থিক সমস্যার কারণেই তারা সেরা খেলোয়াড় লিওনেল মেসিকেও ছাড়তে বাধ্য হয়। এমন কী নিজের পারিশ্রমিক কমিয়ে দেয়ার পরও মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। শুধু মেসি নয় একই সমস্যার কারণে দলবদলের শেষ মুহুর্তে গ্রিজম্যানকেও ছেড়ে দিয়েছে কাতালিয়ান ক্লাবটি।

আগামী ১৬ এবং ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বার্সেলোনার মেম্বার অ্যাসেম্বলি। সেখানে অর্থনৈতিক বিষয়াদি পাস করা হবে। বার্সেলোনা ক্লাবযে অর্থনৈতিক সমস্যার মধ্যে যাচ্ছে সেটা অনেকেই অনুমান করে নিয়েছিল কিন্ত ক্লাবের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক কোন ঘোষনা ছিলনা। এবার ক্লাব কতৃপক্ষ সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো।

মন্তব্যসমূহ (০)


Lost Password