টস জিটে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসির আলীর অভিষেক

টস জিটে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসির আলীর অভিষেক
MostPlay

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে গোটা সিরিজেই টস ভাগ্য বাংলাদেশের হয়ে কথা বলছে। মিরপুরে সিরিজিএর তিনটি টি-টুয়েন্টি ম্যাচেই টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ধারা অব্যাহত থাকলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মমিনুল হক।

দীর্ঘ অপেক্ষার পর আজকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ইয়াসির আলী রাব্বির। বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ইয়াসিরের। অরাধ্য টেস্ট ক্যাপ পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে। ২০১৯ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ইয়াসির আলী রাব্বি প্রথম ডাক পান জাতীয় দলের স্কোয়াডে। তার পরে দলে এসে টেস্ট অভিষেক হয়েছে তিনজনের, ওয়ানডে অভিষেক হয়েছে ছয়জনের। টি-টোয়েন্টি অভিষেক হয়েছে দশজনের। কিন্তু একটিতেও সুযোগ মেলেনি ইয়াসিরের।

বাংলাদেশ: সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সাইফ হাসান।

পাকিস্তান: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।

মন্তব্যসমূহ (০)


Lost Password