ইউক্রেন ইস্যুতে বাংলাদেশর গভীর উদ্বিগ্নতা

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশর গভীর উদ্বিগ্নতা
MostPlay

চলমান ইউক্রেনে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন জানিয়েছেন। এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে বলে জানান। আজ বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম, শত্রুতা বন্ধ করার এবং কূটনীতি ও সংলাপে ফিরে আসার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করার আহ্বান জানাই দুই দেশকে।

ইতোমধ্যে আমরা ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছেন। আমরা সেখানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছি। প্রত্যাবাসন প্রক্রিয়ার সুষ্ঠু সমন্বয়ের জন্য ইতিমধ্যেই ওয়ারশ’তে বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা হয়েছে বলে জানান তিনি। সমস্ত কনস্যুলার সহায়তা বিনামূল্যে দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password