দুই নতুন মুখ নিয়ে টেস্ট দল ঘোষনা করলো বাংলাদেশ

দুই নতুন মুখ নিয়ে টেস্ট দল ঘোষনা করলো বাংলাদেশ
MostPlay

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ। এবার টেস্ট সিরিজের পালা। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে সত্ত্বেও সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল টেস্টে খেলতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এছাড়া দলে সুযোগ পেয়েছেন নতুন দুই ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই দলে নেই মাহমুদউল্লাহ। তামিম, তাসকিন, শরিফুল দলে নেই ইনজুরির কারণে। নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়া তামিম অনেকদিন ধরেই মাঠের বাইরে। তাসকিন আহমেদ আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছেন। শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে।

এদিকে, বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরা সাকিব আল হাসান আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) ফিটনেস টেস্টের মুখোমুখি হবেন। দলে তার নাম থাকলেও বলা হয়েছে, ফিটনেস টেস্টে উৎরাতে পারলে তবেই প্রথম টেস্টের একাদশের জন্য বিবেচনায় থাকবেন তিনি।

প্রথমবারের মতো দলে সুযোগ পাওয়া রাজা এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে শিকার করেছেন ৩৩ উইকেট আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী জয় চলমান জাতীয় ক্রিকেট লিগে ২ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে ৩৪৫ রান করেছেন। সর্বোচ্চ রান ১২১, গড় রান ৫৭.৫০। ব্যাকআপ ওপেনার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে।

নতুন দুই ক্রিকেটারকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাহমুদুল এখনও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে আছে। বড় দৈর্ঘ্যর ক্রিকেটে তার দারুণ মনোযোগ। বর্তমানে বেশ ভালো ফর্মে আছে। তাসকিন ও শরিফুলের ইনজুরি ভাবনায় আমাদের সুযোগ হয়েছে নতুন কাউকে নেওয়ার। রাজা তাদেরই একজন। প্রথম শ্রেণির ক্রিকেটে আমরা দীর্ঘদিন তার পারফরম্যান্সে নজর রাখছি। তরুণ ও উদ্যমী বোলার যার উইকেট নেওয়ার ক্ষুধা রয়েছে’।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ব অলেন, ‘দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। মুমিনুল, সাকিব, তাইজুল ও মিরাজ রয়েছে। প্রত্যেকেই আমাদের মূল ক্রিকেটার। আমাদের সাকিবকে নিয়ে একটু সংশয় আছে। ফিটনেস পরীক্ষা করে তাকে দেখা হবে। আমাদের ভারসাম্যপূর্ণ স্পিন ও পেস অ্যাটাক রয়েছে। এই দলটা একত্রে গড়ে উঠেছে আমাদের টেস্ট দলকে স্বয়ংসম্পূর্ণ করতে। পাকিস্তান বেশ ভালো দল। বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে যদি আমরা শৃঙ্খল ও ধৈর্য্য নিয়ে খেলতে পারি’।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর থেকে। আর ৪ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই দুই টেস্ট ম্যাচ দিয়ে এবারের আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল ইসলাম জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান (ফিটনেস টেস্টে ফিট হওয়া সত্ত্বে)।

মন্তব্যসমূহ (০)


Lost Password