রাজবাড়ীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

রাজবাড়ীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ
MostPlay

রাজবাড়ীতেও সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। বেলা বারোটার পর কেন্দ্রীয় কর্মসূচি পালনে সজ্জনকান্দা এলাকায় মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাধা দেয়ার অভিযোগ আনেন।

রাজবাড়ীতে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১০-১৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালায়। পূর্ব ঘোষণা অনুসারে সমাবেশের জন্য রাজবাড়ী পৌর শহ‌রের সজ্জনকান্দা এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। একই এলাকায় আওয়ামী লীগেরও শান্তি সমাবেশ ছিল।

আলী নেওয়াজের বাড়ি থেকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় দ‌লের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনার পর নিজ বাসভবনে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

তিনি অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় রাজবাড়ী যুবলীগের সভাপতি শওকত হাসানের নেতৃত্বে যুবলীগ ও ছত্রলীগ হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password