গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪, বিকাশের ‘আমরা তারার মেলায়’ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে অবস্থিত মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অফিসে এ অনুষ্ঠানটি হয় ।
বিকাশ এজেন্টদের নিয়ে আয়োজিত আমরা তারার মেলায় উৎসবমুখর পরিবেশে মিলন মেলা টপ ১৫ বিকাশ এজেন্টদের সম্মাননা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিকাশ লিমিটেড এর টেরাটরি (territory office) অফিসার শাহরিয়ার সজল, ও বিকাশ লিমিটেডের ম্যানেজার আবু বক্কর রন্টি। এসময় অনুষ্ঠানের মূল কার্যক্রম ছিল, টপ বিকাশ এজেন্টদের সম্মাননা প্রদান,তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া এবং এজেন্টদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে বিশেষ আলোচনা।
বিকাশ সেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও এজেন্টদের কাজের প্রতি আরো অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন