নওগাঁর পত্নীতলায় বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

নওগাঁর পত্নীতলায় বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি
MostPlay

“ক্যাডার বৈষম্য নিরসন চাই” এই স্লোগান নিয়ে নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার (১০ অক্টোবর) দিনভর নজিপুর সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে কলেজের শিক্ষকবৃন্দ সর্বাত্মক কর্মবিরতি পালন করেন ।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতি করণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশিনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন সহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. লোকনুজ্জমান আহম্মেদ, অধ্যাপক শরিফুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক্ষ আলমগীর কবির প্রমুখ। তিনদিন ব্যাপি গতকাল মঙ্গলবার প্রথম এই কর্মসূচী পালিত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password