অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই সেক্সটিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন। সামনেই অ্যাশেজ সিরিজ তাই সময় নষ্ট না করে পেইনের ঘোষনার পরেই অধিনায়ক খুঁজতে শুরু করে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পেসার প্যাট কামিন্সকে। তার সহঅধিনায়ক ঘোষণা করা হয়েছে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে।

অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক নিযুক্ত হলেন প্যাট কামিন্স। ১৪৪ বছরের ইতিহাসে কামিন্স প্রথম ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার পূর্ণকালীন অধিনায়ক নির্বাচিত হলেন এবং রিচি বেনাউডের পর প্রথম বোলার। পাঁচ সদস্যের প্যানেলের সঙ্গে সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে কামিন্স ও স্মিথের নিয়োগ চূড়ান্ত হলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরো বোর্ড সম্মতি দিয়েছে। নির্বাচক প্যানেলের জর্জ বেইলি ও টনি ডোডেমেই, সিএ বোর্ড সদস্য ও সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় মেল জোন্স, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিচার্ড ফ্রুডেনস্টেইন ও প্রধান নির্বাহী নিক হকলি ওই প্যানেলের অংশ ছিলেন। কঠোর মূল্যায়ন শেষে তারা কামিন্সকে অধিনায়ক ঘোষণা করেছে।

অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, ‘আসন্ন অ্যাশেজকে সামনে রেখে এই দায়িত্ব পেয়ে আমি খুবই সম্মানিত। গত কয়েক বছর ধরে টিম পেইন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, আশা করছি আমিও সেভাবে দলকে নেতৃত্ব দিতে পারব। স্মিথ ও অধিনায়ক হিসেবে আমি ছাড়াও দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, সেই সাথে আমাদের তরুণ ক্রিকেটারও আছেন কয়েকজন। আমি সামনের দিকে তাকিয়ে আছি’।

মন্তব্যসমূহ (০)


Lost Password