ময়মনসিংহে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

ময়মনসিংহে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

পাত্রী দেখার কথা বলে পাঁচজন মিলে একটি অটোরিকশা ভাড়া নেয়। দুপুর থেকে ঘোরাঘুরি করে রাতে নির্জন স্থানে নিয়ে চালককে উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা। এ সময় মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের লতিবপুর গ্রামে। আহত অটোরিকশার চালকের নাম মো. মাহবুব (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর থানার কাসারচর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে।

নান্দাইলের মুশল্লী ইউনিয়নের ইন্দারগাতি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন চালক মাহবুবের অভিযোগ, বুধবার দুপুরে প্রতিবেশী নয়ন মিয়া (২১), রবিন মিয়াসহ (২২) পাঁচজন পাত্রী দেখার কথা বলে দিন চুক্তিতে তাঁর অটোরিকশা ভাড়া নেয়। তারা গ্রামের বিভিন্ন সড়ক হয়ে ঘোরাঘুরির পর রাত সাড়ে ৮টার দিকে জোর করে অটোরিকশার চাবি নিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলে।

এরপর একটি নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অটোরিকশাটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ মাহবুবের। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি রহস্যজনক। অভিযুক্তদের গ্রেপ্তারের পর আসল তথ্য জানা যাবে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password