নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা
MostPlay

নারীদের সাফজয়ী বাংলাদেশ দলকে এবার ৫০ লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাবিনাদের বরণ করতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। একাধারে তিনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি ও তমা গ্রুপেরও চেয়ারম্যান।

তিনি ঘোষণা দেন এই পুরস্কার তমা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে। তার আগে সকালে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে।

তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’ বিমানবন্দরে সাবিনারা অবতরণ করেন দুপুর ১টা ৪৫ মিনিটে। নামার পরেই তাদের কেট কেটে ও ফুল দিয়ে বরণ করেন ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

মন্তব্যসমূহ (০)


Lost Password