মান্দার নুরুল্যাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

মান্দার  নুরুল্যাবাদ ইউনিয়নের  মীরপাড়া গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত
MostPlay

আজ ৭ই মার্চ ২০২৩ রােজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সেলিনা বেগম,প্রকল্প অফিসার বিআরডিবি অফিস মান্দা নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলতাফ হোসেন, উপজেলা পরিবার পরিকরাপনা পরিদর্শক মান্দা নওগাঁ। তথ্য সেবা কর্মকর্তা জনাব সিরাজুম মনিরা।

এসময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন মান্দা উপজেলা ১৪ টি ইউনিয়নে নারীর ক্ষমতায়নে কাজ করছে ‘তথ্য আপা’ প্রকল্প। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে কাজ করছে ‘তথ্য আপা’ প্রকল্পটি। এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা দেওয়া হচ্ছে।

জানা গেছে মান্দা উপজেলায় এ পর্যন্ত ৭২ও ৭৩ টি উঠান বৈঠক হয়েছে। প্রতিটি বৈঠকে ৫০ জন সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের সংগঠিত জন্য মান্দা উপজেলা তথ্যকেন্দ্র থেকে প্রায় ৩০ হাজার সুবিধা বঞ্চিত নারী কে সেবা দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password