নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪’ লিখে পোস্ট করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, প্রযোজক ধ্রুব গুহসহ অনেকেই। তারপরই নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা। অবশেষে সিজন ফের আসছে? উত্তরে নির্মাতা বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর আসছে। সব কিছু গুছিয়ে শিগগিরই আমরা শুটিং শুরু করব।
তবে এখনো শিডিউল ঠিক করা হয়নি। আমরা চেষ্টা করব এই বছরের মধ্যেই প্রচারে আসার। তবে সেটা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকেই প্রচার শুরু হবে।’ এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা অমি কিছুদিন ধরে তার ফেসবুকে আলোচিত চরিত্রগুলো নিয়ে পোস্ট দিচ্ছেন। এতে অনেকে মনে প্রশ্ন জাগছে, সিজন-৪ আসছে? তখনও যোগাযোগ করা হয়েছিল নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে।
মোবাইল ফোনে সাংবাদিককে তিনি বলেন, ‘অনেকে নানা রকম মন্তব্য করছে আর মনগড়া নিউজ করছে। আমি আগেই বলেছি, ব্যাচেলর পয়েন্ট ইজ মাই চাইল্ড। আমি আসলে আগেই বলেছিলাম, কোরবানি ঈদের কাজগুলো শেষ করে ব্যাচেলর পয়েন্ট নিয়ে ভাবব। সে জায়গা থেকে এখন আমি ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন নিয়ে ভাবছি। ভাবতে গিয়ে বিভিন্ন চরিত্র, চরিত্রের ধরন আমার মাথায় আসছে। ওই আবেগের জায়গা থেকে একেক সময় একেকটা পোস্ট দিয়েছি।’
তিনি আরও বলেছিলে, ‘আমি কোথাও বলিনি, ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন আসছে বা শুটিং শুরু হয়েছে। এটা এখনো আমার ভাবনার মধ্যেই আছে। আমি আসলে প্রতিটি কাজ করতে গিয়ে আগে পরে অনেক সময় নিয়ে করি। ব্যাচেলর পয়েন্ট জনপ্রিয় হওয়ায় এটা নিয়ে কাজ করা অনেক চাপের ব্যাপার।’ বেস্ট কিছু পেলে ব্যাচেলর পয়েন্ট নিয়ে এগিয়ে যাব উল্লেখ করে কাজল আরেফিন অমি আরও বলেছিলেন, ‘সিজন থ্রি থেকে বেস্ট কিছু না পেলে সিজন ফোর করব না।
আমি আসলে ভালো কিছু দিতে চাই। তাই এখনো ক্লিয়ার কোনো মেসেজ দিতে পারছি না।’ সিজন থ্রি থেকে সিজন ফোর বেটার করতে চান কাজল আরেফিন অমি। তার জন্য বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হচ্ছে তাকে। সেই ভাবনাগুলো একসঙ্গে করেই হয়তো দর্শকদের সামনে আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন