দীর্ঘ বিরতির পর খালেদা জিয়ার দেখা পেলেন স্থায়ী কমিটির সদস্যরা

দীর্ঘ বিরতির পর খালেদা জিয়ার দেখা পেলেন স্থায়ী কমিটির সদস্যরা
MostPlay

এক বছর পর খালেদা জিয়ার দেখা পেলেন বিএনপির  স্থায়ী কমিটির সদস্যরা। ২০২১ সালের কোরবানির ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পেয়েছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। গত রোজার ঈদে খালেদা জিয়া করোনায় আক্রান্ত থাকায় দলের নেতাদের সঙ্গে দেখা হয়নি।

দীর্ঘ বিরতির পর ঈদ উপলক্ষ্যে বুধবার চেয়ারপারসনের দেখা পেলেন নেতারা। এদিন রাত আটটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সাত সদস্য। অর্থাৎ প্রায় এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্থায়ী কমিটির সদস্যরা।

এসময় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ছিলেন। বিএনপি নেতারা খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় এক ঘণ্টা অবস্থান করেন। শারীরিক দূরত্ব বজায় রেখে বাসার দোতলায় দলীয় চেয়ারপারসনের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাত নয়টায় ‘ফিরোজা’থেকে বের হয়ে চলে যান তারা। ‘ফিরোজা’থেকে বের হয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে এ সাক্ষাৎ আমরা পূর্বেও করেছি যখন তিনি কারাগারে ছিলেন না, গৃহে অন্তরীণ ছিলেন না।

ওই সময় প্রতিবছরই আমরা ঘরের ভেতরে না, ঘরের বাইরে লনে বসে ঈদের দিনে আমরা সাক্ষাৎ করতাম, শুভেচ্ছা বিনিময় করতাম। তাই আমাদের এবারকার এই সাক্ষাৎ নিঃসন্দেহে খুব বেশি আনন্দময় ছিল না। আনন্দময় যতটুকু ছিল এজন্য যে, প্রায় বছর খানেক পর আমরা তার সঙ্গে দেখা করতে পারলাম, তার কথা শুনতে পারলাম।’ এর আগে ঈদের দিন সকালে খালেদার বোন সেলিমা ইসলাম ও ছোট ভাই শামীম এস্কান্দার তার বাসায় যান। তাদের নিয়ে তিনি দুপুরের খাবার খান।

মন্তব্যসমূহ (০)


Lost Password