বানরের কোলে হাঁসের ছানা

বানরের কোলে হাঁসের ছানা
বিভিন্ন ধরনের কথায় আছে, বানরের গলায় মুক্তার মালা, বানর কণ্ঠে মতিমালা, বানরের গলায় চন্দ্রহার, বানরের হাতে ফুলের মালা, বানরের হাতে দর্পণ ইত্যাদি। তবে ঐসব কিছুই নয়, এবার প্রত্যক্ষ দেখা গেছে বানরের কোলে হাঁসের ছানা।

ঘটনাটি দোহার উপজেলার দক্ষিণ চর জয়পাড়া এলাকার। জানা যায়, বানরের কোলে একটি হাঁসের ছানাকে দ্বিতীয় বারের মতো কোলে তুলে রাখতে দেখা গেছে। এ বাড়িতে বানরটি প্রায় তিন বছর যাবত আসা যাওয়া করছে। বেশিরভাগ সময় ঐ বাড়ির ছাদে অবস্থান করে। বাড়ি সংলগ্ন গাছের ডালপালা ও শাকসবজি ফুল খেয়ে থাকে। গত ২১ ডিসেম্বর একটি সুন্দর হাঁস ছানা বানরটি কোলে নিয়ে ঘুরছে। তবে তারও তিন মাস আগে অপর আরেকটি হাঁসের ছানা দেখতে পাওয়া যায়। কেউ যদি বানরের কাছে গিয়ে হাঁসের ছানাটি ছাড়িয়ে নিতে চায় তাহলে রাগান্বিত হয়ে ওঠে এবং কামড় দিতে আসে। বানর যা খায় তাই এ হাঁসটিকে দেয় এবং সারাক্ষণ বুকে লাগিয়ে রাখে।

এ নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে তবে এখন স্থানীয় লোকজন বানরটিকে আর বিরক্ত করে না। এ প্রসঙ্গে এক ব্যক্তির উক্তি, বানরকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি মানুষ হতে চাও?’ বানর বলল, ‘না আমি বানরই ভালো মানুষের এত ঝামেলা!’


মন্তব্যসমূহ (০)


Lost Password