নওগাঁর সাপাহারে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ওজাতীয় শিশু দিবস,২৫ মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে প্রস্ততি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে এই প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , বিভিন্ন ব্যাংক এনজিও কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন