ব্যবসায়ীকে অপহরণ করে কারাগারে পুলিশ সদস্যসহ ৬ জন

ব্যবসায়ীকে অপহরণ করে কারাগারে পুলিশ সদস্যসহ ৬ জন
MostPlay

ব্যবসায়ীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যসহ নাটোর থেকে ৬ অপহরণকারীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনের দ্বিতীয় স্ত্রী রিয়া খাতুন স্বামীর ওপর রাগ করে ঢাকার আশুলিয়ায় মায়ের বাড়িতে চলে যায়। সোমবার (২০ ফেব্রুয়ারি) ব্যবসায়ী আক্তার তার প্রতিবেশী ফজর আলীকে সঙ্গে নিয়ে স্ত্রীকে আনতে আশুলিয়ায় যান। সেখানে মোবাইল ফোনে মাইক্রোবাস ভাড়া করেন। কিন্তু মাইক্রোবাসে উঠতে গিয়ে গাড়িতে অবস্থানকারী ৬ জনকে দেখে উঠতে অপারগতা প্রকাশ করে।

এ সময় ওই ৬ জন আক্তার ও ফরজকে জোর করে মাইক্রোবাসে তুলে নাটোরে নিয়ে আসে। মঙ্গলবার ভোরে অপহরণকারীরা খাবার খাওয়ার জন্য নাটোর শহরের চকরামপুর এলাকার একটি হোটেলে থামলে আক্তার চিৎকার করে তাদের অপহরণের কথা জানায়। এ সময় সেখানকার লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করে। অপহরণকারী ৬ জনের মধ্যে তোফাজ্জল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল রয়েছে।

তোফাজ্জল নওগাঁর মান্দা থানায় কর্মরত রয়েছেন। এই ঘটনায় আক্তার হোসেনের বাদী হয়ে নাটোর সদর থানায় ৭জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password