বগুড়ায় বাসচাপায় ঝরল ৪ অটোযাত্রীর প্রাণ

বগুড়ায় বাসচাপায় ঝরল ৪ অটোযাত্রীর প্রাণ

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৬টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বগুড়ার শাহাজানপুর থানার এসআই মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরগামী যাত্রীবাহী অটোরিকশা এমপি চেকপোস্টের সামনে গেলে বিপরীতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত অপর এক যাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। এ ঘটনার পর হাইওয়েতে বাস রেখে চালক-হেলপার পালিয়ে গেছে। এতে সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password