চিত্রনায়িকা শিল্পীর পরিবারের ৩৫ জন করোনায় আক্রান্ত

চিত্রনায়িকা শিল্পীর পরিবারের ৩৫ জন করোনায় আক্রান্ত

গত ২৮ নভেম্বর জানতে পারেন স্বামী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী। কিন্তু এ অভিনেত্রীর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য এখন এই ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। তাদের কেউ কেউ হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করছেন, আবার অনেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই করোনা ছড়িয়েছে। শিল্পী বলেন—পরিবারের একজনের বিয়ে ছিল। স্বল্প পরিসরে আয়োজন করা হয়, এসময় পরিবারের সবাই একত্রিত হয়েছিলেন। পরে দেখা যায়, আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার শ্বশুর–শাশুড়ি, ভাশুরদের পরিবারের প্রায় সবাই করোনায় আক্রান্ত হন। আমাদের পরিবারের ওপর দিয়ে একটা ঝড় গেছে।

চিত্রনায়িকা শিল্পী করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ অভিনেত্রী বলেন—প্রথমদিকে বাচ্চাদের কথা চিন্তা করে হাসপাতালে ভর্তি হইনি। আমার টানা ১৫ দিন জ্বর ছিল। গত ৯ ডিসেম্বর থেকে ৪ দিন কথা বলাই বন্ধ হয়ে যায়। একসময় চিকিৎসকেরাও ঘাবড়ে গিয়েছিলেন। সম্প্রতি বাসায় ফিরেছি। তবে এখনো শারীরিক দুর্বলতা কাটেনি।

২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তারপর থেকে দীর্ঘদিন বিএফডিসি বা চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। তবে গত দুই বছর ধরে চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ নানাভাবে পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে।

আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’। ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায় এই সিনেমা। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান। ‘শিল্পী’ সিনেমায় সালমান বিপরীতে অভিনয় করেন তিনি। 

চিত্রনায়িকা শিল্পী নায়করাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। শিল্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে—নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।

মন্তব্যসমূহ (০)


Lost Password