বাউফলে দুই লঞ্চের প্রতিযোগিতায় লঞ্চ পন্টুনে ধাক্কা ৩০ যাত্রী আহত

বাউফলে দুই লঞ্চের প্রতিযোগিতায় লঞ্চ পন্টুনে ধাক্কা ৩০ যাত্রী আহত
MostPlay

ঢাকাগামী দুই লঞ্চের প্রতিযোগিতার সময় একটি লঞ্চ পন্টুনে ধাক্কা দিলে শিশুসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফলে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটেছে। আহতদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে আসা কর্মস্থলমূখী যাত্রীদের নিয়ে রোববার বাউফলের কালাইয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ধুলিয়া-১ ও বন্ধন লঞ্চ। ধুলিয়া পন্টুন থেকে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে মাঝনদীতে প্রতিযোগিতা শুরু করে দুই লঞ্চ। যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বন্ধন লঞ্চের আগে ভিড়তে গিয়ে ধুলিয়া-১ লঞ্চটি দ্রুতগতিতে পন্টুনে ধাক্কা দেয়। এ সময় পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

কয়েকজন তেঁতুলিয়া নদীতে পড়ে যান। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। বাকিদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মার্জিয়া (২), মেহেদী হাসান (৩২) ও আশরাফ গাজী (৫০) নামের আহত ৩ জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ধুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

মন্তব্যসমূহ (০)


Lost Password