পিরোজপুর জেলায় ৩ আসনের ২ আসনে স্বতন্ত্র ও ১ আসনে নৌকার জয়

পিরোজপুর জেলায় ৩ আসনের ২ আসনে স্বতন্ত্র ও ১ আসনে নৌকার জয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ৩ আসনে ২টি স্বতন্ত্র ও ১টিতে নৌকার জয়। পিরোজপুর ১ (পিরোজপুর সদর,নাজিরপুর, ইন্দুরকানী) আসনে দ্বিতীয় বারের মতো জয় পেলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তিনি আওয়ামী মনোনয়ন প্রাপ্ত এবং নৌকা মার্কায় জয় পেয়েছেন।

পিরোজপুর ২( ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) আসন দিয়ে জয় পেয়েছেন জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ তিনি স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হিসেবে জয় পেয়েছেন।

পিরোজপুর ৩ ( মটবাড়িয়া) আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামিম শাহনেওয়াজ ( কলার ছড়া প্রতীক)

এক নজরে পিরোজপুর জেলার নর্ব নির্বাচিত ৩ এমপি- পিরোজপুর ১ আসন- (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী)= শ ম রেজাউল করিম - নৌকা পিরোজপুর ২ আসন- ( ভান্ডারিয়া, কাউখালি, নেছাড়াবাদ)= মহিউদ্দিন মহারাজ - ঈগল পিরোজপুর ৩ আসন- ( মটবাড়িয়া) = শামিম শাহনেওয়াজ - কলার ছড়া

মন্তব্যসমূহ (০)


Lost Password