নওগাঁর মান্দা উপজেলায় ১৮ টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউপির একটি আম বাগান থেকে পরিত্যাক্ত ককটেল উদ্ধার করা হয়।
জানাযায়, সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউপির, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আম বাগান থেকে ১৮ টি ককটেল উদ্ধার করেন। মান্দা থানার উপ পুলিশ পরিদর্শক ফজলে এলাহী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউপির একটি আম বাগান থেকে ১৮ টি পরিত্যাক্ত ককটেল উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন