ভারত থেকে গত ৫ দিনে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি

ভারত থেকে গত ৫ দিনে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি
MostPlay

ভার থেকে গত ৫ দিনে ১৭৮ টন কাঁচামরিচ দীর্ঘদিন পরে বেনাপোল পোর্ট দিয়ে ভারত থেকে আমদানি শুরু করেছে কতৃপক্ষ। শনিবার (১৪ আগস্ট ২০২১) বিকালে ৩৭ টন কাঁচামরিচ আমদানি করা হয় এবং সেটি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে। এই নিয়ে গত ৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে মোট ১৭৮ টন কাঁচামরিচ আমদানি করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার ৯ আগস্ট ২০২১, ১২ টন কাঁচামরিচ আমদানির মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। পরে তা ১০, ১১ ও ১২ আগষ্ট যথাক্রমে ৪৫ টন, ২৪ টন ও ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। যশোর বেনাপোল চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মোঃ সাইফুর রহমান মামুন বলেছেন, দেশের চলতি বাজারে কাঁচামরিচের দাম অনেকাংশে বেড়ে যাওয়ার কারনে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছেন।

মেসার্স রুশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স উৎস এন্টারপ্রাইজ ও মেসার্স গাজী এমপেক্স নামের চারটি প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি শুরু করে। যশোর বেনাপোল সিঅ্যান্ডএফ কাস্টমস এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর মোঃ রহমান বলেছেন, সংকটের কারণেই ব্যবসায়ীরা কাঁচামরিচ আমদানি করতে শুরু করেছেন। এই পণ্যটি আমদানির কারণে দেশের বাজারে কাঁচামরিচ দাম কমবে বলে মনে করেছেন তিনি।

প্রসঙ্গক্রমে জানা যায়, অতি বৃষ্টি ও নিচু জমি পানিতে তলিয়ে যাবার কারণেই দেশের বাজারে চার থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে কাঁচামরিচ। সাধারণত বাজারে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতেই ভারত থেকে এই আমদানির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় (টিসিবি)

মন্তব্যসমূহ (০)


Lost Password