বগুড়ায় অবৈধ বালু উত্তোলনে ১৪ শ্রমিকের জেল

বগুড়ায় অবৈধ বালু উত্তোলনে ১৪ শ্রমিকের জেল
MostPlay

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ শ্রমিকের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ভলগেট মেশিন জব্দ করা করা হয়। বুধবার ২৯ সেপ্টেম্বর দুপুরের ৩ টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রী সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ পৃথক ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

ইউএনও অফিস থেকে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে যমুনা নদীর রাধানগর চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে গোপন সংবাদ পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রী সঞ্জয় কুমার মহন্ত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ডের আদেশের তাদের থানায় দেওয়া হয়েছে বলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রী সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password